গত দুই দিন ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি মিলছে না।
বৃহস্পতিবার দুদকের মূল গেটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ওপরের নির্দেশ আছে বলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন। দুপুরের দিকে ‘কোনো লিখিত আদেশ রয়েছে কি না’—জানতে চাইলে অপেক্ষারত সাংবাদিক ও দুদকের ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় দুদকের উপসহকারী প্রকৌশলী কোরবান আলী এসে বলেন, “ওপরের নির্দেশ রয়েছে। সাংবাদিকেরা ভেতরে প্রবেশ করতে পারবেন না।”
বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একই রকমভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।
আজ বেলা দুইটায় সাংবাদিকেরা মূল গেট পার হয়ে ভবনের নিচে জড়ো হলে আবারও তাদের চলে যেতে বলা হয়।
বেলা সোয়া দুইটায় দুদকের পক্ষ থেকে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিচে এসে বলেন, “কেবলমাত্র দুদক ডাকলেই আপনারা আসবেন, অন্যথায় নয়।”