বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ইলিয়াস আলীকে নিয়ে নাটক করছে। অনতিবিলম্বে তাকে ফিরত দিন। আমরা আর নাটক দেখতে চাই না আমাদের মানুষটিকে ফেরত চাই। বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে বিএনপির ঠাকুরগাও জেলার মহিলা দলের দপ্তর সম্পাদককে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,জনগণ আন্দোলন চাচ্ছে। আমরা ইচ্ছা করে কোন কর্মসূচি দিতে চাইনি। আপনারাই একের পর এক অঘটন ঘটিয়ে চলছেন। তাই আমরা বাধ্য হচ্ছি আন্দোলন করতে। এ সময় আরো উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব দিদারুল আলম।