চট্টগ্রামের বহদ্দারহাটে শুক্রবার নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গাডার ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। এতে, চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাই ওভারটির ২১ থেকে ২২ নম্বর স্প্যানের ২২ মিটার দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের একটি গাডার ভেঙে পড়ে। এতে তিন পথচারী আহত হন।
পরে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের কক্সবাজার, সাতকানিয়া, পুটিয়ার যানবাহনগুলোও এ সড়ক ব্যবহার করতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ করেন, গাডারটি সঠিকভাবে স্থাপন না করায় তা ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ডিসেম্বর মাসে এ ফ্লাইওভারের ফলক উম্মোচন করেন।