নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্র কংগ্রেসের মহিলা সিনেটররা গ্রামীণ ব্যংকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে এর গ্রহণযোগ্যতা ও ঋণ গ্রহিতাদের ক্ষতি হয় এমন কোন পদক্ষেপ না নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীকে দেয়া এক চিঠিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে তারা বলেন, গ্রামীণের ন্যায় একটি আদর্শ প্রাতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়, এমন যে কোন পদক্ষেপ বাংলাদেশ,দরিদ্র মানুষ,বিশেষ করে মহিলা ঋণ গ্রহিতাদের সাংঘাতিকতভাবে ক্ষতিগ্রস্থ করবে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী আইন প্রনেতা ১৭ মহিলা সিনেটরদের এ বিবৃতি চিঠি আকারে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে তারা গ্রামীণ ব্যাংককে তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে নেয়ার স্বার্থে এর ব্যবস্থাপনা পরিচালক পদে একজন যোগ্য ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া নিষ্কণ্টক করার আহ্বান জানিয়ে বলেন,গত বছরের মে মাস থেকে গ্রামীণ ব্যাংকে কোন স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নেই। ৯জন নারী সহ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও ঋণগ্রহীতা শেয়ার হোল্ডাররা যাতে একজন যোগ্য ব্যক্তিকে এ পদে স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন তা নিশ্চিত করা এখন অতীব গুরুত্বপূর্ন।
বিবৃতিতে তারা বলেন, উদ্ভাবনশীল ও সফল ুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের ল ল নারী-পুরুষকে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের জীবনমান উন্নত করার সুযোগ অবারিত করেছে। গ্রামীণ ব্যাংক ৮৩ লরেও বেশি মানুষকে ঋণ সেবা দিচ্ছে, যার ৯৭ শতাংশই মহিলা। গ্রামীণ ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এই মহিলারাই। যার ফলে এটি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বৃহত্তম এবং সবচাইতে খ্যাতিমান গ্রামীণ মহিলা মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অন্যতম। গ্রামীণ ব্যাংকের অনন্য ঋণ দান মডেল বিভিন্ন জনগোষ্টিতে অত্যন্ত কার্যকর ও ইতিবাচক বলে প্রমাণিত হচ্ছে বহু দশক ধরে। নিজস্ব উদ্ভাবনশীলতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে চরম দারিদ্র মোকাবিলায় উদ্বুদ্ধ করেছে গ্রামীণের অভাবনীয় সাফল্য। আমরা মনে করি ঋণগ্রহীতাদের সেবা নিশ্চিত করতে গ্রামীণের স্বাধীনতা বজায় রাখা একান্তই জরুরি।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সিনেটরা বলেন, বাংলাদেশে নারী উন্নয়নে আপনার অঙ্গীকার প্রশংসনীয়। এজন্য গ্রামীণের স্থিতিশীলতা ও প্রতিষ্ঠানিক গ্রহণযোগ্যতার জন্য নেয়া যেকোন উদ্যোগে আমাদের সহযোগীতা অব্য্হাত থাকবে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের সদস্য সংখ্যা হচ্ছে ১০০। এরমধ্যে ১৭ জন হচ্ছেন মহিলা। মহিলা সিনেটরদের সকলেই গ্রামীণকে সমর্থন করে এই চিঠিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে স্বাক্ষরকারী মহিলা সিনেটররা হচ্ছেন, সিনেটর বারবারা বক্সার, লিসা মুরকওয়াস্কি, ডায়ান ফিনস্টাইন, জেনি শাহীন, বারবারা এ মিকুলাস্কি, প্যাটি মুরি, ক্রিস্টিন ই গিলিব্রান্ড, ডেবি স্টেবোনো, মেরী এল লান্ডিউ, সুজান এম কলিন্স, কে আর হেগান, এমি কুবাউচার, কে বেলী হাচিসন্স, কারি ম্যাক্সকিল, অলিম্পিয়া জে স্নো, মারিয়া কান্টওয়েল ও কেলী এয়োটি।