ঢাকা : তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেলপথ শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে প্রধানমন্ত্রীর জেলার ভুঞাপুর, হেমনগর রেলস্টেশন ও জামালপুরের তারাকান্দি রেলস্টেশনে পথসভায় যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৯-২০০০ অর্থবছরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত সংযোগ রেলপথ সড়কের নির্মাণ কাজ শুরু হয়। তারপর বিগত চারদলীয় জোট সরকারের সময়ে নানা জটিলতায় এ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ২০০৯ সালের পর আবারো কাজ শুরু হয় ও ২০১১ সালের জুন মাসে শেষ হয়।