আব্দুল্লাহ আল শাফী, বার্তা ৭১ ডট কম : একাদশ জাতীয় সংসদে বসা হয়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের। দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা তাদেরকে দলীয় মনোনয়ন না দিলেও দায়িত্ব দিয়েছিলেন নির্বাচন পরিচালনা করাসহ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভাগ্য খুলতে যাচ্ছে এমনটাই একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলটির কেন্দ্রীয় কমিটির আকার ৮১ সদস্যের৷ এই তালিকার সামনের সারিতে থাকা জাহাঙ্গীর কবির নানক নবম ও দশম সংসদে এমপি ছিলেন। ঢাকা-১৩ আসনে পরপর দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এবার ফের মনোনয়ন পাচ্ছেন। গণভবনের ঠিক সামনে থাকা ঢাকা-১৩ আসনে পুনরায় নৌকার প্রার্থী হতে যাচ্ছেন নানক।
ফরিদপুর-১ আসনে প্রার্থীর সংখ্যা অন্তত ১০ জন। আসনটির হাল ধরতে এবার বেছে নেওয়া হচ্ছে দলের হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানকেই। বর্তমান সংসদ সদস্য অনেকটাই দলীয় কর্মী থেকে বিচ্ছিন্ন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চারজনের মধ্যে তিনজনই সংসদ সদস্য। আবার সেই তিনজনের দুইজন সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার কালকিনি ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন মাদারীপুর সদর আসন থেকে।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সম্প্রতি পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য হয়েছেন আফজাল হোসেন। এবার কপাল খুলতে যাচ্ছে দুই মেয়াদে শরিয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য থাকা বি এম মোজাম্মেল হকের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত এই নেতার ‘প্রোফাইল’ বেশ ভারি। সাংগঠনিক ও সক্রিয়তা বিবেচনায় মনোনয়ন পেতে যাচ্ছেন মোজাম্মেক হক।
২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শুরু হবে ১৮ নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত। এ কার্যক্রম চলবে ১৮ নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দলীয় সূত্রে জানা যায়, প্রার্থীকে অবশ্যই বর্তমান সাংগঠনিক পরিচয়সহ সুস্পষ্টভাবে দলীয় তিনটি পদ উল্লেখ করতে হবে সাবেক এবং বর্তমান মিলিয়ে। এছাড়াও ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে।