চট্টগ্রাম, ৩০ জুন: পদ্মা সেতু প্রকল্পে সরকারের ‘শীর্ষ পর্যায়ে’র দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সহযোগিতা করছে না জানিয়ে ২৯০ কোটি ডলারের প্রকল্পটিতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার অর্থায়ন বন্ধ করে দেয়া প্রসঙ্গে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, ‘‘প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত। সেজন্য বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে।’’ শনিবার বিশ্বব্যাংক এ অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।
বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার দেশ ও গরিব মানুষের জন্য কিছু করছে না। তারা লুটপাটে ব্যস্ত। এই বিপদের সময়ও তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এরা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে না। তাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার বসাতে হবে।”
সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শনিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখা এই ত্রাণ বিতরণ আয়োজন করে। এর আগে বেলা তিনটায় চট্টগ্রামে পৌঁছে খালেদা জিয়া তিনটি স্থানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দেন, স্থানীয় বিএনপির এসব স্থানে কাপড় ও খাবার বিতরণ করে।
বেগম জিয়া বলেন, ‘‘এই সরকার ওয়াদা করেছিল পদ্মা সেতু তৈরি করবে। এই সেতুর কাজ শুরু হওয়ার আগেই বিরাট দুর্নীতি করেছে তারা। বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবি ও জাইকা আমাদের বড় বড় প্রকল্পে সাহায্য করে। পদ্মা সেতুর জন্য ব্যাপক কমিশন খাওয়া হয়েছে এই সেতু শুরুর আগেই। বিশ্বব্যাংক থেকে, কানাডা থেকে দুর্নীতির তদন্ত রিপোর্ট সরকারের হাতে দেয়া হয়েছে। দুদক সরকারের আজ্ঞাবহ সরকারের কথায় তারা চলে। কানাডা দুর্নীতির রিপোর্ট সরকারের হাতে দিয়ে বলেছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বহাল রেখেছে আরো দুর্নীতি করার জন্য।’’
বেগম খালেদা জিয়া ‘পদ্মা সেতু সহ সবক্ষেত্রে সর্বগ্রাসী দুর্নীতি’র জন্য প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দায়ী করে বলেন, ‘‘তারাই করেছে এই দুর্নীতি। পদ্মা সেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী দায়ী। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক আর টাকা দিবে না। তারা টাকা না দিলে এই সেতু তৈরী করা সম্ভব না। অন্যরা টাকা দিলেও সুদ এত বেশি হবে যা আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়।’’
এ প্রসঙ্গে বেগম জিয়া তার সরকারের সময়ে বিভিন্ন সেতু নির্মাণের কথা তুলে ধরে বলেন, ‘‘বিদেশিরা দেখেছে আমাদের সময় কোনো সেতু নির্মাণে দুর্নীতি হয়নি। বিএনপি ক্ষমতায় এলে আমরা দুটো পদ্মা সেতু নির্মাণ করবো।’’
বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘‘এই সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে। সেজন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’’
চট্টগ্রাম সার্কিট হাউসে খালেদা জিয়ার রাতযাপনের কথা রয়েছে। রোববার সকালে তিনি ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।