ভালবাসার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবেন এমন ভয়ে নিজের পিতা ও ভাইকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে ভারতের পাটনার এক যুবতী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বৈশালী জেলার পাতেপুর পুলিশ স্টেশনের অধীনে মালপুর গ্রামে। পাতেপুর স্টেশনের পুলিশ কর্মকর্তা সুমন কুমার বলেছেন, বিজয় কুমার নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল ওই যুবতীর। তার সঙ্গে সে পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা গ্রামবাসীর হাতে ধরা পড়ে এবং গ্রামের লোকজন তাদের প্রহার করে। সুমন কুমার বলেছেন, বিজয় কুমার মাঝে মধ্যেই ওই গ্রামে তার আত্মীয়ের বাসায় যেতেন। কিন্তু গ্রামবাসী বিজয়কে ওই গ্রামে যেতে বারণ করেন। তার আত্মীয়কে বলা হয়, তারা যেন বিজয়কে ঠাঁই না দেন। এর পর বিজয়ের ওই গ্রামে যাওয়া থেমে যায়। কিন্তু তাদের প্রেম থামে না। মাঝেমধ্যেই ওই যুবতীর সঙ্গে তার সাক্ষাত হতে থাকে। পুলিশ কর্মকর্তা সুমন কুমার বলেন, এক পর্যায়ে বিজয় তার প্রেমিকাকে এক প্যাকেট বিষ কিনে দেয় এবং তাকে বলে তার পিতামাতার খাবারের সঙ্গে তা মিশিয়ে দিতে। তাতে তারা বিনা বাধায় বিয়ে করতে পারবে। তিনি বলেন, ওই যুবতী শুক্রবার তার বাড়িতে রাতের তরকারি রান্না করে। তার মধ্যে ঢেলে দেয় ওই বিষ। রাতে ওই তরকারি খায় তার পিতা শঙ্কর মাহতো (৩৫) ও ছোটভাই বিকাশ কুমার (১২)। ঘুমের মধ্যেই তারা দু’জন মারা যান। সৌভাগ্যবশত ওই রাতের খাবার খান নি ওই যুবতীর মা সুনীতা দেবী। ফলে তিনি মৃত্যুকে পরাস্ত করতে সক্ষম হন। পিতা ও ছোট ভাইয়ের মৃত্যুর পর অপরাধের কথা স্বীকার করেছে ওই যুবতী। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এফআরআই করা হয়েছে।