ঢাকা: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ভূমিকম্পণ অনুভব করা যায়।
আমেরিকান ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভারত-মিয়ানমার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল। সেখানে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।