বার্তা ৭১ ডটকম:বিএনপির ওপর আরও আক্রমণ আসতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি প্রতিকূলতা পেরিয়ে হাজার বছর টিকে থাকবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
বুধবার (২৯ মে) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সভায় রাখা বক্তব্যে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেন, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গালাগাল করেন। সময় আসলে আমরাও গালাগালি করতে পারি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।