বার্তা৭১ ডটকম: বগুড়ার নন্দীগ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আকরাম হোসেন নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পৌর এলাকার রহমান নগরে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানা পুলিশ অভিযুক্ত আকরাম হোসেন (২৭) কে আটক করেছে। সে পৌর এলাকার দামগাড়ার মৃত ময়েজউদ্দিনের ছেলে।
স্থানীয়ারা জানান, আকরাম হোসেন ওই বাড়িতে রাজমিস্ত্রীর লেবারের কাজ করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে একটি ঘরে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।