বার্তা ৭১ ডট কমঃ অন্য দিনের চেয়ে গত কাল একটু বেশিই সময় পেলেন বিশ্ববাসী। তবে তা এক সেকেন্ডের জন্য। ৩০ জুনের শেষ মিনিটটি ছিল ৬১ সেকেন্ডের। আন্তর্জাতিক পরমাণু সময়ের সঙ্গে সৌর সময়ের পার্থক্য দূর করতেই এই ‘লিপ সেকেন্ড’ যোগ করা হয়। পৃথিবী নিজের অক্ষে এক পাক ঘোরে ৮৬,৪০০ সেকেন্ডে। কিন্তু সূর্য ও চাঁদের টান, জোয়ার-ভাটা ইত্যাদি কারণে এক পাক খেতে ২ মিলিসেকেন্ডের মতো বাড়তি সময় লেগে যায়। সেই সময়টাই কয়েক বছরে বেড়ে গেলে, ১ সেকেন্ড যোগ করে দেওয়ার চল হয়েছে ১৯৭২ সাল থেকে। লিপ ইয়ারের ক্ষেত্রে যেমন প্রতি চার বছর অন্তর একটি দিন যোগ করা হয়, এই লিপ সেকেন্ডের ক্ষেত্রে অবশ্য তেমন সময়ের ব্যবধান নির্দিষ্ট করা নেই। এ পর্যন্ত ২৫ বার যোগ করা হয়েছে এই লিপ সেকেন্ড। শেষ বার যোগ হয়েছিল ২০০৯-এ।
I never heard before but its really interesting as well as informational but I want to know who is adjusted it and how it impact on the time zone