বার্তা ৭১ ডট কমঃ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, “ইহুদিবাদী ইসরাইল যদি তেহরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক হামলার মতো ভুল পদক্ষেপ নেয় তাহলে অবৈধ এ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে।”আইআরজিসি’র বিমান ও আকাশ প্রতিরক্ষা বিভাগের এ কর্মকর্তা আরো বলেছেন, “যদি ইসরাইল ভুল করে ইরানের ওপর হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে বিশ্ব থেকে এ দেশটিকে মুছে দেয়ার ক্ষেত্রে তা ইরানের জন্য সুযোগ বলে গণ্য হবে।”জেনারেল হাজিজাদেহ বলেন, “ইসরাইল ভালো করেই জানে যে, ইরানের সামরিক ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না; তা না হলে অনেক আগেই তারা ইরানের ওপর হামলা চালাতো।” তিনি প্রশ্ন রেখে বলেন, “যেখানে লেবাননের হিজবুল্লাহর মতো ছোট একটি সংগঠনের কাছে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইল হেরে গেছে সেখানে ইরানের মতো একটি শক্তিশালী দেশের ওপর হামলার সাহস দেখায় কিভাবে?”ইরানের এ কমান্ডার আরো বলেন, “ইসরাইল যদি ইরানের ওপর হামলা চালাতে চায় তাহলে তারা আমেরিকার সহযোগিতা চাইবে কিন্তু যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে না এ কারণে যে, ওয়াশিংটন জানে এ অঞ্চলে তাদের সব সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়।”ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে -এমন অভিযোগ তুলে ইসরাইল বহুদিন ধরে তেহরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। তবে, ইরান বলছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের হামলা হলে ইহুদিবাদী ইসরাইলের হাত কেটে নেয়া হবে।