বার্তা ৭১ ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মানহানির মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তাঁকে আগামী ৩০ সেপ্টেম্বর সশরীরে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
আজ সোমবার এইচ এম আলতাফ চৌধুরী নামের এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। তিনি লালখান বাজার ওয়ার্ড আওয়ামী ওলামা লীগের সভাপতি।
মামলায় অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। ২৫ জুন একুশে টিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল।
বাদীর কৌঁসুলি এস এইচ এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক মামলা আমলে নিয়েছেন। এ ব্যাপারে আসামিকে হাজির হতে আদালত সমন জারি করেন। এর আগে একই অভিযোগে মাহফুজুর রহমানের বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, পিরোজপুর, গোপালগঞ্জেও মামলা হয়েছে।