বার্তা ৭১ ডট কমঃ দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একইসঙ্গে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যে কোনো মুহূর্তে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের তিন দিন পর সোমবার সংসদে এই নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। একই বিষয়ে রোববার সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি।
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, “সম্ভবত বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জোয়েলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে। আমার বিশ্বাস বিশ্ব ব্যাংক সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।”
পদ্মার অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত জানানোর দুদিন পরই বিশ্ব ব্যাংকে দায়িত্বে মেয়াদ শেষ করেন জেলিক। নতুন সভাপতি হিসেবে রোববার দায়িত্ব নিয়েছেন দক্ষিণ কোরিয়া বংশোদ্ভুত জিম ইয়ং কিম।
মুহিত বলেন, “আমরা যে কোনো মুহূর্তে বিশ্ব ব্যাংকের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা লিপ্ত হব বলে আমি আশা রাখি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে এ অর্থবছরে আমরা পদ্মা সেতুর কাজ শুরু করব।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মুহিতের এই বিবৃতি উপস্থাপনের সময় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও সংসদে ছিলেন।