মালয়েশিয়ার সেলানগর জেলার পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ পাঁচ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দু’জনকে। নিহতদের সবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। একজন উপজেলার ধরাভাঙা গ্রামের, একজন নূরজাহানপুর গ্রামের এবং তিনজন বড়িকান্দি গ্রামের। মৃত্যুর খবর টেলিফোনে নিহতদের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। আহত অবস্থায় দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিহতরা হলেন- সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তার ভাই মোহাম্মদ ফারুক। তাদের সবার বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকার দোতলা একটি ভবনে সোমবার রাত তিনটার দিকে আগুন লাগে। সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউল বলেছেন, দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশী থাকতেন। আগুন লাগলে দু’জন বের হতে পারলেও অন্যরা পারেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুুলার) সুলতানা লায়লা হোসেন গতকাল বিকালে বার্তা৭১ডটকমকে বলেন, কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সর্বশেষ পরিস্থিতি জানানোর পর লাশ আনার ব্যবস্থা করা হবে।