তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত ভারতের সাবেক প্রেসিডেন্ট ভারতরত্ন ড. এপিজে আবদুল কালাম গতকাল প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি দেশের মানুষের উচ্চপ্রত্যাশা মন্তব্য করে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থে ভারতের সঙ্গে শিগগির তিস্তা চুক্তি সম্পাদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কালামের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন বলে জানান তিনি। গতকাল দুপুরে ঢাকায় আসেন ভারতের সাবেক প্রেসিডেন্ট। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে দু’দিনের সফরে বিকাল সোয়া ৩টায় ঢাকা পৌঁছেন তিনি। সিরডাপ মহাপরিচালকসহ পররাষ্ট্র দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের পদস্থ কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল রূপসী বাংলায়। হোটেলে অল্প সময় বিশ্রামের পর সন্ধ্যায় যান জাতীয় সংসদে। রাতে হোটেল রূপসী বাংলায় সিরডাপ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেন। আজ তোপখানা রোডস্থ সিরডাপ-এর ক্যামেলিয়া হাউজে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজনে বিশেষ বক্তৃতা করবেন তিনি। মধ্যাহ্নভোজের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ভারতের সাবেক এ প্রেসিডেন্ট। এরপর সিরডাপ-সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর তরুণ ও শিশুদের সঙ্গে এক আড্ডায় মিলিত হবেন। বিকালে তার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।