গত বছরের নভেম্বরে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওবামা প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের পথ খুলে দেবে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হিনা রব্বানী খারের কাছে সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। হিলারি আরও জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোর রসদ সরবরাহ পথ খোলার ব্যাপারেও আশ্বস্ত করেছেন তাকে। এক্ষেত্রে পাকিস্তান নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করবে না। এর ফলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের দীর্ঘদিনের টানাপড়েনের অবসান হবে বলে আশা করা হচ্ছে।