মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনাতেও এনরিক পিনা নিয়েতোই জয়ী হয়েছেন। বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার পুনর্গণনা করা হয়।
৯৯ভাগ কেন্দ্রের ভোট গণনা করে দেখা যায় ৩৮.২ ভাগ ভোট পেয়েছেন পিনা নিয়েতো। তিনি লোপেজ ওব্রাডর থেকে ৬.৭ ভাগ ভোটে এগিয়ে রয়েছেন।
রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা যায় পিনা নিয়েতো জয়ী হয়েছেন।
এই ফলাফল প্রত্যাখ্যান করেন লোপেজ ওব্রাডর। তিনি সম্পূর্ণ ভোট পুনর্গণনার আহ্বান জানান।
কিন্তু দেশটির কেন্দ্রীয় নির্বাচনী প্রতিষ্ঠান (আইএফই) জানায়, ৫৪ ভাগ ভোটকেন্দ্রের ভোট তারা পুনর্গণনা করতে পারবেন। নির্বাচনী আইনের সুনির্দিষ্ট ধারা অনুযায়ী এরবেশি কেন্দ্রের ভোট তার পুনর্গণনা করতে পারেন না।
আইএফই’র প্রেসিডেন্ট লিওনার্দো ভালদেস বলেন, “সম্পূর্ণ ভোট পুনর্গণনার কোনো কারণই নেই।”
বৃহস্পতিবার পিনা নিয়েতো সিএনএনকে বলেন, “এটি পরিস্কার যে, আমি এই নির্বাচনে বিপুল ব্যাবধানে জয়ী হয়েছি। ভোট কেনার যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই।”
নির্বাচনে বিজয়ী মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পিনা নিয়েতো ইতোমধ্যে বিদায়ী প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিনন্দন পেয়েছেন।
পিনা নিয়েতো জয়ী হওয়ার মধ্যদিয়ে দীর্ঘ সময় মেক্সিকো শাসনকারী পুরনো রাজনৈতিক দল ইনস্টিটিউশনাল রেভ্যুলিউশনারি পার্টি (পিআরআই) আবারো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে।