বার্তা ৭১ ডট কমঃ বাংলাদেশ রেলওয়ের রাজশাহী-খুলনা রুটে আগামী সপ্তাহে সীমিত পর্যায়ে ই-টিকেটিং চালু হবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পর্যায়ক্রমে রমজানের শেষ নাগাদ সারা দেশে ই-টিকেটিং চালু করা হবে।
শুক্রবার সকালে মন্ত্রী যশোর রেল স্টেশনে আকস্মিক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এ সময় তার সঙ্গে সংসদ সদস্য টিপু সুলতান ছিলেন।
মন্ত্রী এ সময় সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা ট্রেনের সময়ানুবর্তিতা বাড়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। চাহিদার তুলনায় ট্রেনের আসন কম বলে তারা মন্ত্রীকে জানান।
মন্ত্রী জানান, আসন্ন রমজানকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে বাড়তি যাত্রীসেবা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে ২৫১টি বগি মেরামতের কাজ শেষ হয়েছে। এসব বগি দেশের বিভিন্ন রুটে সংযুক্ত করা হবে। চালানো হবে বিশেষ ট্রেন। বিশেষ ব্যবস্থার পাশাপাশি ট্রেনের সেবার মান উন্নয়নেও নেয়া হয়েছে নানা উদ্যোগ।
পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, যশোর রেলস্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, যশোরের জেলা প্রশাসক, সওজ যশোরের নির্বাহি প্রকৌশলী, যশোর রেলস্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।