বার্তা ৭১ ডট কম:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমির অধিকার ও মালিকানা যাতে পাহাড়ের স্থানীয় লোকেরাই পায় তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের হেডম্যানদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাহাড়ে যারা ভূমির সত্যিকারের দাবিদার তাদের হাতেই মালিকানা থাকবে। পাহাড়িদের ভূমির অধিকার সম্পূর্ণভাবে আমরা সংরক্ষণ করব।
তিন পার্বত্য জেলার ভূমি বিরোধ নিস্পত্তিতে একজন বিচারপতির নেতৃত্বে ভূমি কমিশন গঠনের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার পার্বত্য এলাকার সার্কেল চিফদের মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার, হেডম্যানদের ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করার এবং কারবারিদের জন্য মাসিক পাঁচশ টাকা ভাতার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী গণভবণ থেকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনার কাজে নিয়োজিত হেডম্যানদের দু’দিনব্যাপী কর্মশালারও উদ্বোধন করেন।