বার্তা ৭১ ডট কমঃ আবারো বিশ্বের সেরা আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউডের হটগার্ল ক্যাটরিনা কাইফ। তিনি যুক্তরাজ্যের ম্যানস ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম আয়োজিত বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের ভোটে সেরা আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন। ভারতীয় ওয়েবসাইট মিড-ডে বরাতে জানা গেছে, এই নিয়ে পরপর চার বছর ক্যাটরিনা সবচেয়ে আবেদনময়ী নারী খেতাবে ভূষিত হলেন। এবারের এই ভোটযুদ্ধে ক্যাটরিনা পেছনে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকান, ফ্রিদা পিন্টো থেকে শুরু করে মেগান ফক্স ও স্কারলেট জোহানসনের মতো তারকাদের। ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ক্যাটরিনার। ২৭ বছর বয়সী অভিনেত্রী একাধিক হিট ছবি উপহার দিয়ে এরই মধ্যে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কাতারে নিজেকে শামিল করেছেন। ‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’র মতো আইটেম গানে অংশ নিয়ে বলিউডের আইটেম গার্ল হিসেবেও সফলতা পেয়েছেন। এ বছর তিনটি ছবিতে সালমান, শাহরুখ ও আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ক্যাটরিনা।