শচীন টেন্ডুলকারকে রাজ্য সভার সদস্য হিসেবে মনোনয়ন দেয়ার সুপারিশ করবে ভারতীয় সরকার। রাজ্য সভা ভারতের সংসদের উচ্চকক্ষ। ‘ভারতরত্ন’ উপাধির মুকুট মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের মাথায় এবছর উঠবে কি না সে বিষয়ে এখনও সহমত নয় কেন্দ্র।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে,পার্লামেন্টের উচ্চকক্ষে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন শচীন। কংগ্রেসের একটি অংশ শচীনের নাম প্রস্তাব করতে চলেছে বলে খবর। এরই মধ্যেই শচীনকে রাজ্যসভার সদস্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথ রোডের বাসভবনে সস্ত্রীক দেখা করতে যান শচীন। প্রায় আধ ঘণ্টা সোনিয়ার বাসভবনে ছিলেন তিনি। একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার হলেও রাজনৈতিক মহলের মতে, শচীনের সাংসদ পদ নিয়েই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
জানা গেছে, এদিন শচীনের সঙ্গে ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। তেমনি সোনিয়ার বাসভবনে কংগ্রেসের বেশ ক`জন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। তবে এখনই রাজ্যসভার সাংসদ হতে শচীন আগ্রহী কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি।
মনমোহন সিংয়ের আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়ার গান্ধীর সঙ্গেও সস্ত্রীক দেখা করেন টেন্ডুলকার। সোনিয়া গান্ধী তাকে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতক করার জন্য অভিনন্দন জানান।