মেয়েদের এককে পঞ্চম উইম্বলডন শিরোপা জিতেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচে সেরেনা ৬-১ ৫-৭ ও ৬-২ গেমে পরাজিত করেন অ্যাগনেস্কা রাদওয়ানস্কাকে। ইনজুরি থেকে ফিরে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডসø্যামের ফাইনালে ওঠেন সেরেনা। অন্যদিকে রাদওনস্কার জন্য এটি ছিল প্রথম গ্র্যান্ডসø্যাম ফাইনাল।এ শিরোপার মাধ্যমে ১৯৯০ সালে মার্টিনা নাভ্রাতিলোভার গড়া কৃতিত্বে ভাগ বসান। এতদিন ৩০ বছরের বেশি কোনো নারী হিসেবে উইম্বলডন জয়ের কৃতিত্ব ছিলো একমাত্র নাভ্রাতিলোভারই।