বার্তা ৭১ ডট কম: ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার পেলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’। ‘টেলিভিশন’ ছাড়া ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফ ‘দ্য গার্ডেনার’ আর জাপানের তরুণ পরিচালক আতসুশি ফুনাহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’ পুরস্কার পেয়েছে। পুরস্কারের মূল্যমান
৫০-৭০ হাজার ডলারের মতো। এ ছাড়া পুরস্কারের অংশ হিসেবে নির্বাচিত ছবিগুলোকে কোরিয়ায় ডিআই [ডিজিটাল ইন্টারমিডিয়েট], ডলবি সাউন্ড এবং ফাইনাল প্রিন্টের সুযোগ দেওয়া হয়।
কাজ সম্পাদন করতে গতকাল রাতে কোরিয়া গেছেন মোস্তফা সরয়ার ফারুকী। চলতি বছরের অক্টোবরে এসিএস অ্যাওয়ার্ড নাইটে পুরস্কারটি গ্রহণ করবেন তিনি।
এর আগে গত বছর এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট পুরস্কার পায় ‘টেলিভিশন’। ‘ছোটবেলা থেকেই মোহসেন মাখমালবাফের ছবি ও তার কাজ নিয়ে আলোচনা করেছি। তার মতো কিংবদন্তি পরিচালকের পাশে নিজের নাম দেখতে পারার মধ্যে অদ্ভুত লজ্জা মিশ্রিত আনন্দ রয়েছে।’ তিনি আরও জানান, ‘সাধারণত এই পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোকে ফেস্টিভ্যাল সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আগাম চিহ্নিত করা হয়।’
ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও জার্মানির মোগাদর ফিল্ম প্রযোজিত ‘টেলিভিশন’ চলতি বছরের শেষ ভাগে মুক্তি পাবে। এর আগে আগামী রোজার ঈদের দুই সপ্তাহ পর ছবিটির গানের অ্যালবাম বাজারে আসবে। এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কাজী শাহীর হুদা রুমি, শামীম শাহেদ, ইমাম লী, মুকিতসহ অনেকে।