সমগ্র উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ঢাকাগামী পরিবহণ ধর্মঘট রোববার সকাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়া বাস মালিক সমিতি এই ধর্মঘট আহবান করেছে।
বার্তা ৭১ ডট কমঃ মহাখালী বাস মালিক সমিতি মহাখালী টার্মিনালে বগুড়ার মালিকের বাস ঢুকতে না দেয়ায় এই ধর্মঘট আহবান করা হয়। এর ফলে ঢাকার সঙ্গে গোটা উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে গত ৩০ জুন শনিবার রাত থেকে বগুড়ার মালিকদের পরিচালিত কোচ শাহ ফতেহ আলী পরিবহণ মহাখালী টার্মিনাল থেকে বের করে দেয়ার পর ১ ও ২ জুলাই উত্তারারঞ্চল থেকে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর গত ৩ জুলাই থেকে ঢাকার গাবতলী টার্মিনালে চলাচল শুরু করলেও মহাখালী টার্মিনাল থেকে বগুড়াগামী এবং বগুড়া থেকে মহাখালী টার্মিনালগামী কোচ চলাচল বন্ধ থাকে।
এরপর রোববার থেকে আবার অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হলো। বগুড়ার কোচ মালিকদের পক্ষে দাবি করা হয় যতদিন না বগুড়ার মালিকদের কোচ মহাখালী টার্মিনালে ঢুকতে দেয়া না হবে ততদিন পর্যন্ত মহাখালী-বগুড়ার কোচ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিটুল জানান, মহাখালী বাস মালিকরা বগুড়ার কোচ মহাখালী টার্মিনাল থেকে চলাচল করতে বাধা দেয়ার কারণেই রোববার সকাল থেকে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
রাজশাহী বিভাগের শ্রমিক ফেডারেশনের আহুত ধর্মঘটের সঙ্গে রংপুর বিভাগীয় কমিটি একাত্মতা ঘোষণা করায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব কোচ চলাচল বন্ধ হয়ে গেছে।