বার্তা ৭১ ডট কমঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের প্রবল মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। রোববার পর্যন্ত সেখানে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৪৪ বলে জানানো হয়েছে। এছাড়া ওই অঞ্চলে এখনো বহু লোক নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে রাজ্যে বেশ কয়েকটি স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এছাড়া অধিকাংশ বাড়ি-ঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় বাসিন্দারা ঘরের ছাদে ও উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।
এদিকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেলিকপ্টারে করে বন্যা উপদ্রুত অঞ্চল পরিদর্শন করে ক্রাসনোদারের প্রধান শহর খ্রয়মস্কে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
জানা যায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর মধ্যে খ্রয়মস্ক প্রধান। মৃতের সংখার অধিকাংশই ওই শহরের। তবে কৃষ্ণ সাগরোপকূলীয় বন্দর নগরি নভোরসিস্কেও নয় জন মারা যাবার খবর পাওয়া গেছে।
ইতিমধ্যে স্থানীয় প্রশাসন দুর্গতদের উদ্ধারে উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে বন্যার পানিতে প্রবল স্রোত ও বৃষ্টিপাতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তারপরও মস্কো থেকে হেলিকপ্টার ও বিমানে করে উদ্ধারকর্মীদের দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে।