মানহানি মামলায় ইত্তেফাক সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক সংগ্রামের সম্পাদক ও প্রকাশক আবুল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতের সমন পেয়েও হাজির না হওয়ায় রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য এএসএম নজরুল ইসলাম গত ৪ জুন এ মামলাটি দায়ের করেন। তিনি ঢাকার কদমতলী থানার গিরিধারা এলাকার জোড়া টাওয়ারের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, বাদীর বিরুদ্ধে আদালতে একটি মামলা ছিল। সিআর ৫০৫/১১ নং মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। গত বছরের ১৪ ফেব্রুয়ারি জারি করা ওই গ্রেফতারি পরোয়ানাকে বেআইনিভাবে ব্যবহার করে তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জয়নুল হুদা, জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ ও অপর জেনারেল ম্যানেজার মইনুল হোসেন চৌধুরী দৈনিক ইত্তেফাক, সংগ্রাম ও নয়া দিগন্ত পত্রিকায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি বর্তমান মামলার বাদীর ছবিসহ ‘সন্ধান দিন’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বাদী অভিযোগ করেন, আদালতে বিচারাধীন মামলার বিষয়ে আদালত কর্তৃক সিদ্ধান্ত প্রদানের পূর্বে আসামিকে আত্মৎসাকারী বলা বা নিকটস্থ থানায় ধরিয়ে দেয়ার অনুরোধ করা আইনসিদ্ধ নয়। এ বিজ্ঞপ্তি প্রকাশের ফলে বাদীর মানহানি হয়েছে এবং তার অপুরণীয় ক্ষতি হয়েছে।
এ মামলার অপর আসামি রোববার নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, তাকাফুল ইন্স্যুরেন্সের তিন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আর সমন পেয়েও আনোয়ার হোসেন মঞ্জু ও আবুল আসাদ আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।