বার্তা ৭১ ডট কমঃ বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের রূপরেখা সংসদে তুলে ধরে এই অর্থবছরেই কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ২২ হাজার ৫৫৪ কোটি ২২ লাখ টাকা ধরে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত কোন বছরে কত টাকা অর্থায়ন হবে, তা তুলে ধরেন।
চলতি অর্থবছরের বাজেটে ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকেই দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ এই অর্থবছর থেকে শুরু হবে বলে জানান শেখ হাসিনা।