বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় বাসচাপায় ঢাকা কমার্স কলেজের এক ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- শাওন হোসেন মনু (২৩)। তিনি ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনার পর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুনও ধরিয়ে দিয়েছে।
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক আবু রাসেল সাংবাদিকদের জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বিকল্প পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন হোসেন মনু। এসময় তাকে মিরপুরের আল হেলাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় আজমল হাসপাতালে।
তবে আজমল হাসপাতালের চিকিৎসক ড. ইমরাত হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই শাওনের মৃত্যু হয়।
উপপরিদর্শক আবু রাসেল জানান, দুর্ঘটনার পরপরই কমার্স কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা গুলিস্তানগামী বিকল্প পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। ফলে পল্লবী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়।