বার্তা ৭১ ডট কমঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছে। আর এজন্যে সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন শুরু করার সম্ভাব্য প্লট তৈরি করছে দেশ দুটি।
এক্সিকিউটিভ ইনটেলিজেন্স রিভিউ’র সম্পাদক ও খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ বিশ্লেষণ করেছেন।
তিনি বলেছেন, সিরিয়ায় যুদ্ধ লেগে গেলে তা শুধুমাত্র গৃহযুদ্ধ হিসেবে সীমাবদ্ধ থাকবে না বরং তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এবং খুবই দ্রুতগতিতে সে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। কারণ এ যুদ্ধে রাশিয়া ও চীন দু’দেশের সঙ্গেই সংঘর্ষ লাগবে।
এদিকে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাশিয়া ও চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেয়ার জন্য দেশদুটিকে চরম মূল্য দিতে হবে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মার্কিন বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস সিরিয়ায় সামরিক হামলার বিরোধিতা করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন।
পুতিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে এডওয়ার্ড স্পানাস বলেন, রাশিয়া ও পুতিন ঘুরে দাঁড়িয়েছেন এবং সিরিয়ায় কোনো সরকার পরিবর্তন হবে না বলেও জানিয়ে দিয়েছেন।