রাবি প্রতিনিধি-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর ড. শাহনেওয়াজ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান দায়িত্ব গ্রহনের পর থেকে বর্তমান পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বাণিজ্য, নিজ দলীয় তিন শিক্ষকের চাকুরী থেকে বরখাস্তসহ সকল ক্ষেত্রে অনিয়ম করা এই স্বৈরাচারী ভিসির পদে থাকার কোন অধিকার নেই। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে এক সংবাদ সম্মেলনে ভিসির পদত্যাগের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর ড. শাহনেওয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব ও ভু-বিজ্ঞান অনুষদের নবনির্বাচিত ডীন চৌধুরী সারওয়ার জাহান সজল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো আনসার উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আনোয়ারুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মামুনুর রশিদ তালুকদার, প্রফেসর শফিকুন্নবী সামাদী, প্রফেসর আবুল কাশেম, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুশফিক আহমেদ, সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাদেকুল আরেফিনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষকরা বলেন, ২০০৯ সালে বিএনপি-জামায়াত প্রশাসনকে সরিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বর্তমান ভিসি-প্রোভিসির দায়িত্ব গ্রহনের পর থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করে আসছিলাম। কিন্তু একের পর প্রগতিশীলদের অবহেলা করে টাকার বিনিময়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ বাণিজ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে স্বৈরতান্ত্রিক আচরণ, বিশ্ববিদ্যালয়ের ৭৩’র এ্যাক্ট লঙ্ঘন পছন্দের শিক্ষকদের চাকুরি খাওয়া, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাথে আঁতাতসহ একের পর এক বেপরোয়াভাবে বেশীরভাগ কর্মকান্ড পরিচালনা করছেন। এসব কাজে সরাসরি মদদ দিয়েছেন বর্তমান ভিসি ও প্রোভিসি। তিনি অভিযোগ করে বলেন, এই বিশ্ববিদ্যালয় আজ একটি বিশেষ চক্রের হাতে আবদ্ধ।