বার্তা ৭১ ডট কমঃ বলিউড বাতাসে উড়ে বেড়ানো ঘটনা শেষতক নিশ্চিত করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। রনবীর সিংয়ের সঙ্গের এই ছবিটি তিনি করছেন না জানিয়ে দিলেন। কাপুর বাড়ির মেয়ে বেবো জানালেন, সঞ্জয় লীলা বানসিলির প্রজেক্ট ‘রাম লীলা’তে পর্যাপ্ত শিডিউলের অভাবে তিনি করতে পারছেন না। ছবিটিতে দীর্ঘ সময় দিতে হবে। সে পরিমাণ সময় কারিনার পক্ষে দেয়া এই মুহূর্তে সম্ভব হবে না। কিন্তু ঘটনা তো প্যাচ খেয়েছে! কারিনার ম্যানেজার জাহিদ খান জানালেন অন্য তথ্য।
কারিনাকে অপর্যাপ্ত পারিশ্রমিক অফার করেছে সঞ্জয়। যেটা মানতে পারেননি কারিনা। সবমিলিয়ে ব্যাটে বলে মেলেনি। যাহোক, এই আকস্মিক প্রস্থানের আসল রহস্য এখনো কেউ জানেন না।
সঞ্জয় লীলা বানসালির ছবি থেকে এদফা ছিটকে পড়া কারিনার জন্য নিশ্চয়ই খুবই দুঃখজনক ঘটনা। সঞ্জয়ের ‘হাম দিল দে চুকে সানাম’ ছবিতে প্রথমে কারিনাই চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু নিজের ঝগড়াটে ব্যবহার এবং টাকা নিয়ে দরকষাকষি করে শেষ পর্যন্ত অভিনয়ের সুযোগটি হারান কারিনা। অনেক বছর পর আবারো সুযোগ ছিল নিজের ভুল শুধরানোর কিন্তু আগের ভুলের পুনরাবৃত্তি করলেন বেবো।
যদি এক্ষেত্রে সঞ্জয় প্রিয়াংকাকে চুক্তিবদ্ধ করেন তাহলে তিনি ভুল সিদ্ধান্ত নেবেন না বলে সবাই কানাঘুষা করছেন। যদিও সঠিকটা কেউ এখনো জানেন না। সত্যিটা ক্রমশঃ প্রকাশ্য।