বার্তা ৭১ ডট কমঃ জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি কেয়ি তয়োমা বলেছেন, তাঁদের সহায়তাপুষ্ট যেকোনো প্রকল্পে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তাঁরা খুব সতর্ক।
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পে জাইকার অর্থায়ন অব্যাহত থাকবে কি না, এ বিষয়ে তাঁরা জাপান সরকারের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের হরিপুরে নতুন স্থাপিত একটি বিদ্যুকেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কেয়ি তয়োমা আরও বলেন, জাইকার ৭১ শতাংশ অর্থায়নে ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত বিদ্যুকেন্দ্রটির নির্মাণকাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। সরকারি খাতে সবচেয়ে বড় এই বিদ্যুকেন্দ্রটি আগামী বছর জুলাই বা আগস্ট মাসে উত্পাদন শুরু করবে।