দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) গোলাম রহমান বলেছেন কংক্রিট বা স্টিল পাইলিং করার অভিজ্ঞতা আছে এমন কোনো প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর কাজ দেয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাংক এই বিষয়ে আমাদের সুপারিশ করে ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির’কে কাজ দিতে।’’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের ঠিকাদার নিয়োগে প্রাকযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বিশ্বব্যাংক নিজেই প্রতারিত হয়েছে। চায়না রেলওয়ে ১৫ ব্যুরো করপোরেশনের বিষয়ে বিশ্বব্যাংক বার বার অনুরোধ করেছে। তারা হয়তো ওই চীনা প্রতিষ্ঠানের প্রতারণার শিকার।’
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন দুদক চেয়ারম্যান।
গোলাম রহমান সাংবাদিকদের বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে মূল্যায়ন কমিটি কারও দ্বারা প্রভাবিত না হয়ে এবং বিশ্বব্যাংকের মূল্যায়ন নীতিমালা অনুসরণ করেই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে। পরে বিশ্বব্যাংকও এতে সায় দিয়েছে বলে জানান তিনি।
তবে ঠিকাদারদের প্রাকযোগ্যতা যাচাইয়ের সময় বিশ্বব্যাংকের বারংবার সুপারিশকে অনিয়ম বা দুর্নীতি বলতে নারাজ দুদক চেয়ারম্যান। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান কাজের জন্য অন্য একটি প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করতেই পারে। আর সেই সুপারিশ বাস্তবায়ন না হলে দুর্নীতির হওয়ার সুযোগও থাকছে না।
সাম্প্রতিক পদ্মা সেতু ইস্যু প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংক অর্থ না দিলেও বা সরকার অর্থ না নিলেও, দুদকের তদন্ত নিজস্ব গতিতেই চলবে।