বলিউড সুপারস্টার কিং খান শাহরুখ এপর্যন্ত অনেক আবেদনময়ী অভিনেত্রীর সাথেই অভিনয় করেন। প্রায় সব ধরণের দৃশ্যে অভিনয় করলেও এ পর্যন্ত তাকে কারো সাথে লিপ কিসের কোন দৃশ্যে দেখা যায়নি। কিন্তু এবার এর ব্যতিক্রমটি ঘটলো যশ চোপড়ার শেষ সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এ।
ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে একটি দৃশ্যে দেখা গেছে দু’জন চুম্বন করছে। যা নিয়ে নিন্দুকেরা ছুড়ছেন তীব্র বান। আর শুরু হয়েছে তুমুল বিতর্ক। শাহরুখ ভক্তরা এতে দারুণ কষ্টও পেয়েছেন।
ছবিটি দেখার পর এক ভক্ততো রীতিমত টুইটারে লিখেছেন, শাহরুখ খানের আমি বিশাল ভক্ত। কিন্তু বুঝলাম না, ক্যারিয়ারের শেষ দিকে এসে তিনি এমন কাজ কেন করলেন? আমি তার মত সেলিব্রেটির কাছ থেকে এমনটি কখনোই আশা করিনি।
এর উল্টোটা লিখেছে তারই আরেক ভক্ত। তিনি লিখেছেন, অনেক আগেই এমন দৃশ্যে অভিনয় করা উচিত ছিল শাহরুখের। বলিউডে এটা কোন নতুন ঘটনা নয়। আজকাল অনেক তারকাই এমন দৃশ্যে অভিনয় করছেন।