বার্তা ৭১ ডট কমঃ ফেইসবুক এবং টুইটারের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর ব্যবহারকারীরা ভোগেন মাত্রাতিরিক্ত উৎকণ্ঠায়। শুধু তাই নয়, ব্যবহারকারীদের চরিত্রে অনেক নেতিবাচক পরিবর্তনও আনে সোশাল নেটওয়ার্কিং। বৃটেনের ম্যানচেস্টারের ইউনিভার্সিটি অফ সালফোর্ডের গবেষকদের চালানো এক জরিপে বেরিয়ে এসছে এ তথ্য। খবর টেকট্রির।
সোশাল নেটওয়ার্কিং
সালফোর্ডের গবেষকদের চালানো ওই জরিপে অংশ নেন সোশাল নেটওয়ার্কিংয়ে আসক্ত ২৯৮ ব্যক্তি। জরিপে গবেষকরা আবিষ্কার করেন ২৯৮ জন্য অংশগ্রহণকারীর মধ্যে ৫০ শতাংশেরও বেশি ব্যক্তির চরিত্রে নানা নেতিবাচক পরিবর্তন এনেছে সোশাল নেটওয়ার্কিং। ৫৩ শতাংশ অংশগ্রহণকারী তাদের আচরণে পরিবর্তন এবং ৫১ শতাংশ তাদের চরিত্রে নেতিবাচক পরিবর্তনের কথা স্বীকার করেন।
সোশাল নেটওয়ার্কিং সার্ভিস ব্যবহারকারীদের এই চারিত্রিক পরিবর্তনের কারণগুলোও গবেষকরা চিহ্নিত করেছেন। মূলত সোশাল নেটওয়ার্কিং সাইটের বন্ধুদের অর্জন এবং সাফল্যের সঙ্গে বার বার নিজের তুলনা করা এবং এর ফলে তৈরি হওয়া আত্মবিশ্বাসের ঘাটতিই হচ্ছে ব্যবহারকারীদের নেতিবাচক চারিত্রিক পরিবর্তনের মূল কারণ।
জরিপে গবেষকরা আরো আবিষ্কার করেন, সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের পর নিশ্চিন্তে ঘুমাতে পারেন না দুই তৃতীয়াংশ ব্যবহারকারী। আর ৬০ শতাংশ সোশাল নেটওয়ার্কিং সাইটে সারাদিন সময় কাটানো থামাতে বাধ্য হন নিজেদের ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ করতে।