বার্তা ৭১ ডট কমঃ মাদকের বিস্তারকে প্রধান সমস্যা চিহ্নিত করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সেইসঙ্গে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মীদের সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করারও নির্দেশনা দেন তিনি।
চলমান ডিসি সম্মেলনে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শেষে রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ডিসিদের পক্ষ থেকে বিভিন্ন এলাকার থানা এবং কারাগারের জরাজীর্ণ ভবন সংস্কার, কারাগার স্থানান্তর, জনবল সংকট এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বার্তা ৭১ ডট কমঃ প্রতিমন্ত্রী জানান, মাদকের বিস্তারকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টিরও পরামর্শ দেওয়া হয়।
টুকু বলেন, জেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল সংকট রয়েছে। তাদের কর্মীরা নিরস্ত্র হওয়ায় মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তাদেরকে কীভাবে সশস্ত্র করা যায় সেজন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডিসিদের পুলিশ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে টুকু বলেন, মাঠ প্রশাসনে কোনো দ্বন্দ্বের কথা বৈঠকের আলোচনায় আসেনি। তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। তাদের আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।
বৈঠকে ডিসিদের পক্ষ থেকে সীমান্ত দিয়ে মাদক আসার অভিযোগ উত্থাপনের কথা স্বীকার করে তিনি বলেন, তারা বলেছেন সীমান্ত দিয়ে মাদক আসছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজিবি’র মহাপরিচালক বলেছেন, মাদক ঠেকাতে বিজিবি সদস্যরা জনপ্রতিনিধি ও র্যাবসহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছে।
বিরোধী দলের আন্দোলন ও আগামী নির্বাচন বিষয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি।
পরে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানও ডিসিদের সঙ্গে বৈঠক করেন