বার্তা ৭১ ডট কমঃ পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংকের কাছে আর ধরনা দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেও এখানেই বিষয়টির ইতি টানতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তার দাবি, এই ক্ষেত্রে এডিবি, আইডিবি, জাইকা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের অবস্থানও সরকারের পক্ষে।
মুহিত মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বিশ্ব ব্যাংককে অর্থায়নের বিষয়ে অনুরোধ করা হবে না- এটি ঠিক নয়।
“আমরা এটির পুনর্বিবেচনা চাই। তবে কোন সময়ে চাই, সেটা হলো বিষয়। আপাতত বিশ্ব ব্যাংককে অনুরোধ করা হবে না, আমরা টেস্ট করে দেখতে চাই।”
সকালে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা কেবিনেটে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই পদ্মা সেতু করব। কোনো ডোনার আসলে ভাল, আর কারো কাছে ধর্না দেব না।”
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় এই মুহূর্তে বিশ্ব ব্যাংককে আর অনুরোধ জানাবে না সরকার।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার চুক্তি করে।
বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করলেও এবিডি, আইডিবি, জাইকা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত সরকারের সঙ্গেই রয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “ইউকে, ইন্ডিয়া ও ইউএসএ মে-জুন মাসেই বিশ্ব ব্যাংককে বলেছিল, বিষয়টি দ্রুত সমাধান করতে।”
তাদের সঙ্গে আলোচনার পর বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধের বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানান মুহিত।
পদ্মা প্রকল্প নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাও মঙ্গলবার বলেছেন, “যুক্তরাষ্ট্র সব সময়ই এ সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দিয়ে এসেছে। দুই পক্ষ আলোচনা করে সমঝোতার একটি উপায় বের করতে পারবে বলেই আমি আশাবাদী।”
প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক গত ২৯ জুন দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু থেকে নিজেদের সরিয়ে নেয়।
অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, এ নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।
মঙ্গলবার তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের বিষয়টি জলদি শেষ করা হবে।”
জেলা প্রশাসকদের সম্মেলনে পদ্মা সেতুর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “নিজস্ব সম্পদ দিয়েই পদ্মা সেতু করা হবে এটি তাদের (ডিসি) জানানো হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে এ বছর সমস্যা হবে না।”
বিশ্ব ব্যাংক ছাড়া কোনো দাতা সংস্থা চুক্তি বাতিল করেনি বলেও জেলা প্রশাসকদের জানানো হয়েছে বলে জানান মুহিত।