বার্তা ৭১ ডট কমঃ পরামর্শক নিয়োগে বিশ্বব্যাংকের মতামত না শোনায় পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলে ঋণ চুক্তি বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পদ্মা সেতুর কাজ শুরু হবে এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দুর্নীতি করতে আসেনি। গত বিএনপির আমল থেকেই জ্বালানী ও যোগাযোগ খাতে বিশ্বব্যাংক ঋণ দেয়া বন্ধ করে দেয়। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তা চালু হয়।
তিনি বলেন, যে অপরাধ তার সরকার করেনি সেই অপবাদ কখনোই মেনে নেওয়া হবে না।