বার্তা ৭১ ডট কমঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি স্যাং মিইয়ং বাক’এর বড় ভাই লি স্যাং ডিউককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুটি ব্যাংকের বড় কর্তাদের কাছ থেকে সোয়া ৫ লাখ মার্কিন ডলার উৎকোচ নেয়ার অভিযোগে ডিউককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্যাংক দুটির অডিট করতে হবে না এ শর্তে ওই উৎকোচ নেন লি।
সিউলের কেন্দ্রীয় জেলা আদালত ডিউককে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
প্রেসিডেন্টের বড় ভাইকে ঘুষ নেয়ার কারণে গ্রেপ্তারের ঘটনা ক্ষমতায় থাকা দলটিকে নির্বাচনের এ বছরে বিপাকে ফেলেছে।
আগামী ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট লি স্যাং মিইয়ং তার শাসনামলের পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছেন।
এ সময়ে প্রেসিডেন্টের বড় ভাইকে উৎকোচ নেয়ার দায়ে গ্রেপ্তারের বিষয়টি দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
আগামী ডিসেম্বরে কোরিয়ায় নির্বাচন হবে।
আটকের পর লি স্যাং ডিউককে আদালতে আনা হলে উৎকোচ নেয়ায় ক্ষতিগ্রস্ত ব্যাংক দুটির আমানতকারীরা তার দিকে ডিম ছুড়ে মারে।
৭৬ বছর বয়স্ক লি স্যাং ডিউক ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হবার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়।