বার্তা ৭১ ডট কমঃ কর্তৃপক্ষের সমঝোতার আশ্বাসে বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ রুটে পরিবহণ মালিকদের বিরোধের জের ধরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ফতুল্লার পঞ্চবটি থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত রফরফ পরিবহণের বাস বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানিজ) ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোট এ ধর্মঘট পালন করে।
সাত ঘণ্টা পর বুধবার দুপুর দেড়টা থেকে এ রুটে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকে এ রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে সকাল থেকে কোনো বাস চলাচল করেনি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-পোস্তগোলা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক উভয় রুটেই বাস চলাচল বন্ধ থাকে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানিজ) ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের ফতুল্লা পঞ্চবটি থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত রফরফ পরিবহণের বাস চলাচল করছে। কিন্তু এ পরিবহণের কোনো অনুমোদন নেই। আমাদের ঐক্যজোটভুক্ত অনেক পরিবহণ অহেতুক পুলিশ আটক করে জরিমানা করছে। সেখানে রফরফ পরিবহণের বাস অনায়াসে চলাচল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে ২২টি পরিবহণ মালিকদের সংগঠন ধর্মঘট পালন করে।