বার্তা ৭১ ডট কমঃ সরকার নির্ধারিত জমার অতিরিক্ত আদায়কারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রাস্তায় চেকিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে নগরীর সিএনজি অটোরিকশা চালকরা।
বুধবার সকাল থেকে সিএনজি অটোরিকশা না চলায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।
ধর্মঘটের অংশ হিসেবে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সিএনজি চালকরা। সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয় তারা।
সমাবেশে বক্তারা বলেন, সিএনজি অটোরিকশার মালিকরা সরকার নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি জমা নিচ্ছেন। এছাড়া পুলিশ রাস্তায় গাড়ি থামিয়ে ডাম্পিংয়ে পাঠানোর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
তারা আরো বলেন, অবিলম্বে সরকার নির্ধারিত দৈনিক ৬০০ টাকা করে জমা নিতে মালিককে বাধ্য করতে হবে, তা না হলে সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহার তুলে দিতে হবে।
কমপক্ষে একটি দাবি মানা না হলে এই ধর্মঘট প্রত্যাহার করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন সিএনজি চালকরা।