বার্তা ৭১ ডট কমঃ খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি আর্জেন্টাইন স্টার ডিয়েগো ম্যারাডোনা কোচের ভূমিকায় আবারও ব্যর্থ হয়েছেন। এজন্য সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ওয়াসেলের কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
গত বিশ্বকাপে ব্যর্থতার দায়ে আর্জেন্টিনার জাতীয় দল থেকে ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনাকে বাদ দেওয়া হয়। এরপর তিনি দুবাইভিত্তিক আল-ওয়াসেলের সাথে দুই বছরের চুক্তিবদ্ধ হন। তবে এখনো এক বছর মেয়াদ থাকতেই তাকে ব্যর্থতার দায়ে বিদায় নিতে হলো।
ম্যারাডোনার অধীনে আল-ওয়াসেল বিগত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি। এরপর থেকেই তার বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। গত মাসে ক্লাবের বোর্ড মিটিংয়ে সবাই তাকে সরানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান।
আর মঙ্গলবার ক্লাবের ডিরেক্টরদের বোর্ড মিটিং শেষে এক বিবৃতিতে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হয়। গত বছরের মে মাসে আল-ওয়াসেলে যোগ দেন ম্যারাডোনা। এরপর তার অধীনে বিগত মৌসুম শেষে ক্লাবটির অবস্থান অষ্টম।
আর এজন্যই ক্লাবের নতুন বোর্ড এসে তাকে বরখাস্ত করল। বরখাস্তের আগে আল-ওয়াসেলের ডিরেক্টরদের বোর্ড মিটিংয়ে ম্যারাডোনার নেতৃত্বে ক্লাবের পারফর্মেন্সের মূল্যায়ন নিয়ে টেকনিক্যাল কমিটির দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এরপরই ম্যারাডোনা ও তার কোচিং সতীর্থদের বরখাস্তের কথা জানানো হয়।
৫১ বছর বয়সী ম্যারাডোনার ক্লাব ভাগ্য ভালো হয়নি। তার অধীনে আল-ওয়াসেল প্রেসিডেন্ট কাপ ও এমিরেটস কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে। এছাড়া আমিরাতের প্রো-লিগে আল-শাহাবের কাছে তার দল আল-ওয়াসেল ২-০ গোলে হেরে গেলে স্ত্রী, গার্ল ফেন্ডসহ ক্লাব সমর্থকদের রোষানলে পড়েন ম্যারাডোনা।
খেলোয়াড় ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। এরপর থেকে আরেক কিংবদন্তি ব্রাজিলের পেলের সাথে তাকে তুলনা করা হয়ে থাকে।