বার্তা ৭১ ডট কমঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে সন্দেহভাজন জঙ্গিদের আকস্মিক হামলায় কমপক্ষে ৫ শ্রমিক নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে এই ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী এই ঘটনার জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আবু সায়েফকে দায়ী করলেও কেউ এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
বাসিলানের সামরিক কমান্ডার রামন ইয়ুগইয়োগ সাংবাদিকদের জানান, নিহতদের সকলেই রাবার বাগানের শ্রমিক।
তিনি বলেন, ‘ঘটনার সময় হতাহত শ্রমিকরা ট্রাকে চড়ে কাজে যাচ্ছিলেন।’ ট্রাকটির পাহারায় নিয়োজিত সরকারপন্থী মিলিশিয়ারা বন্দুকধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।