বার্তা ৭১ ডট কমঃ গাজীপুরে র্যাবের পোশাক পরা একদল ‘ছিনতাইকারীর’ সঙ্গে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার বিকালে টঙ্গী-ঘোড়াশাল সড়কে মীরের বাজারের তালটিয়ায় এ গোলাগুলির পর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন ভোলা জেলার বাপতা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহজাহান মিয়া (৩৫), কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারিন্দা গ্রামের প্রয়াত আব্দুল রউফের ছেলে রফিকুল ইসলাম ( ৩৫) ও পটুয়াখালীর বরুণবাড়িয়ার প্রয়াত সেকেন্দার আলীর ছেলে শাহ আলম (৩০)।
বিকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এম এ খায়ের সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল মীরের বাজার তালটিয়া এলাকায় অবরোধ দিয়ে ছিনতাইকারীদের বহনকারী একটি মাইক্রোবাস থামানোর চেষ্টা করে।
এসময় মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা পুলিশের দিকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলি ছোড়ে।
পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শাহজাহানসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। বাকি তিন ছিনতাইকারী পালিয়ে যায় বলে জানান ওসি।
তাদের কাছ থেকে ৫ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ৪ সেট হাতকড়া, চারটি মোবাইল ফোন সেট, একটি ওয়াকিটকি, চারটি র্যাবের পোশাক এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
তাদের ধরার সময় ধাস্তাধস্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীব দত্ত, এসআই আব্দুস সালাম ও এসআই জহিরুল ইসলাম আহত হন।
পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তারকৃত শাহজাহান সাংবাদিকদের বলেন, আগে তিনি ঢাকা-গাজীপুর সড়কে বলাকা সার্ভিসের বাসের চালক ছিলেন। সম্প্রতি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত হয়েছেন।
রফিকুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জের আদমজী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। আর শাহ আলম ঢাকার গাওসিয়া মার্কেটে বড় ভাইয়ের চায়ের দোকানে কাজ করতেন বলে জানান।