বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর হাজারীবাগে ১টি ভবনের ফ্ল্যাট থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ বছরের গৃহকর্মীর নাম রুমি। বাড়ি পাবনার আটঘরিয়ায়।
বুধবার বিকেল ৫টার দিকে ভবনের নয় তলার ফ্ল্যাট থেকে পুলিশ রুমির লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ইউল্যাবে বিবিএ পড়ুয়া শাহান খান ও উম্মে শওদা এশা নামের দুই ভাইবোনের ভাড়া ফ্ল্যাটে কাজ করতো রুমি।
শাহান ও এশা পুলিশকে জানিয়েছে, সকালে তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ঘরে বাইরে থেকে তালা মেরে যায়। বিকেলে বাসায় ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে রুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতমাসে রুমির মা মারা যায়। এরপর বাবা মুরাদ মিয়া আবারও বিয়ে করে। বাবার ফের বিয়েতে রাজি ছিল না রুমি। এ নিয়ে বাবার সাথে ঝগড়াও হয় তার।
পুলিশের ধারণা বাবার সাথে রাগারাগির জের ধরে সে গলায় ফাঁস দিয়েছে রুমি।