বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হয়নি, এ অভিযোগ তুলে ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি-বিদেশি সব ক্রিকেটারকে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশন (ফিকা)।
বার্তা ৭১ ডট কমঃ আজ বুধবার এক বিবৃতিতে ফিকা দাবি করেছে, এখনো ১২ জন বিদেশি ক্রিকেটারের পুরো পাওনা পরিশোধ করেনি বিপিএল কর্তৃপক্ষ। এই অর্থের পরিমাণ ছয় লাখ ডলার (প্রতি ডলার ৮২ টাকার ধরলে বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৯২ লাখ টাকা)। তবে কোন ১২ জনের অর্থ বিপিএল পরিশোধ করেনি, তাঁদের নাম প্রকাশ করেনি ফিকা।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় বিপিএলের প্রথম আসর। ক্রিস গেইল, শহীদ আফ্রিদির মতো তারকারা এতে অংশ নেন। বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগ জনপ্রিয়তা পায় প্রথম আসরেই। তবে ফিকা বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে, কর্তৃপক্ষ ক্রিকেটারদের পাওনা ঠিকঠাক পরিশোধ করছে না।
ফিকার প্রধান নির্বাহী টিম মে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বিপিএল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় আড়াই মাস ধরে চুক্তির বরখেলাপ করে চলেছে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য তাদেরকে আমরা সময় দিয়েছিলাম। বারবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করছে তারা। কর্তৃপক্ষ শুধুই ফাঁকা বুলি আওড়াচ্ছে।’
টিম মে আরও বলেন, বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা সব ক্রিকেটারকে সামনের বছরগুলোতে বিপিএলে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছে ফিকা।
বিপিএলের সচিব সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর অবশ্য টিম মের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে জানিয়েছেন, মাত্র ৭০ হাজার ডলার পরিশোধ করা বাকি রয়েছে। এর কারণ ক্রিকেটারদের ইনজুরি ও বোনাস পরিশোধ নিয়ে বিতর্ক।
আলমগীর ফোনে রয়টার্সকে বলেন, অল্প কিছু অর্থ পরিশোধ করা বাকি আছে। তাই প্রতিযোগিতা বয়কট করার জন্য ফিকার পরামর্শ দুঃখজনক।
আলমগীর বলেন, মারলন স্যামুয়েলসের পাওনা এক লাখ ৭০ হাজার ডলার গত মাসে আমরা পাঠিয়েছিলাম। কিন্তু তাঁর দেওয়া হিসাব নম্বর থেকে তা ফেরত এসেছে (বাউন্স ব্যাক)। বিপিএল সচিব জানান, নিউজিল্যান্ডের ক্রিকেটার স্কট স্টাইরিসের পাওনা ভুল করে অন্য খেলোয়াড়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।