নয়া দিল্লি, ১১ জুলাই: বাংলাদেশি এক নারীকে নিয়ে রাতযাপন অবস্থায় দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে ইন্ডিয়ান সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে আটক করেছে সেদেশের গোয়েন্দা সংস্থা। আটক বাংলাদেশির নাম সাইবা। সে আইএসআই কিংবা অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হতে পারে বলে ধারনা করছে ইন্ডিয়ান নিরাপত্তা বিশেষজ্ঞরা।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, ওই বাংলাদেশি নারী ফেইসবুকের মাধ্যমে ভারতীয় লেফটেন্যান্ট কর্নেল সঞ্জয় সিন্ডিলার সাথে সম্পর্ক গড়ে। এর আগে ওই নারী ছলনা করে অনেক ভারতীয় সেনাকে ঢাকায় নিয়ে গিয়েছিল বলেও দাবি করে গোয়েন্দা সংস্থার লোকজন।
তদন্ত কর্মকর্তরা বলছেন, ওই ভারতীয় সেনাকর্মকর্তা সম্পূর্ণরূপে বাংলাদেশি মহিলাটির খপ্পরে পড়েছিল।
সেনা বাহিনী দাবি করছে, এই ঘটনার পর তাদের গুরুত্বপূর্ণ ডাটাতে পরিপূর্ণ দু’টি ল্যাপটপ খোয়া গেছে। ল্যাপটপগুলোতে ইন্ডিয়া-পাকিস্তান সীমান্ত সম্পর্কিত অনেকগুলো গোপন তথ্য ছিলো।
এদিকে আটক ওই সেনাকর্মকর্তাকে বিচারের মুখোমুখি করেছে সেদেশের সেনাবাহিনী সূত্র: জিনিউজ।