ঢাকা, ১২ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগে এক অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও নিপীড়নের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান।
সভায় সিন্ডিকেটের পরবর্তী সভার কার্যসূচিতে ইতিমধ্যে উত্থাপিত যৌন নিপীড়নের ঘটনাগুলো তদন্তে ‘যথাযথ ব্যবস্থা নিতে’ এবং যৌন নিপীড়ন বিরোধী তদন্ত কমিটি কার্যকর করার বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন একাধিক সিন্ডিকেট সদস্য।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘‘মাহমুদ হাসানের বিরুদ্ধে বিভাগের একটি বর্ষের শিক্ষার্থীরা যৌন নিপীড়নের অভিযোগ আনেন জুন মাসে। অভিযোগের পিরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সভায় তাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইনকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’